প্রসেনজিৎ ধর, কলকাতা :- পরীক্ষার সময়সূচীতে বদল আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার টু-পরীক্ষায় বদল আনা হয়েছে। আগামী ২৩ মার্চ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে এই পরীক্ষা চলবে। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর তিনটের পরিবর্তে দুটো থেকে বিকেল চারটে অবধি পরীক্ষা চলবে। তবে ভিজুয়াল আর্ট, মিউজিক ও ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিটের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সোমবার নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে। মিউজিক, ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে দুপুর দুটো থেকে দুপুর ৩.১৫ মিনিট পর্যন্ত। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সেমিস্টার টু-এর পরীক্ষা নেওয়া হয়।আগামী ২৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর তিনটের পরিবর্তে দুপুর দুটো থেকে সেমিস্টার টু-এর পরীক্ষা শুরু হবে। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হবে সেমিস্টার টু-এর পরীক্ষা।মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই দুটি ধাপে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সেমিস্টার টু-এর পরীক্ষা নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১.১৫ মিনিটে। তারপরেই সেমিস্টার টু-এর পরীক্ষা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হবে দুপুর দুটো থেকে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সেই সময় রোজা চলবে। পাশাপাশি দেরি করে পরীক্ষা শেষ হলে দূরবর্তী পরীক্ষার্থীদের বাড়ি ফিরতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে সময় এক ঘন্টা এগিয়ে আনা হল একাদশ শ্রেণির ক্ষেত্রে।”এর আগে একদশের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষার যে রুটিন প্রকাশ করা হয়েছিল তা হওয়ার কথা ছিল দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ বার সেই সময়ই সীমার পরিবর্তন করে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত করা হল।