নিজস্ব সংবাদদাতা :- মাদক কাণ্ডে গ্রেফতার হওয়া বিজেপি নেতা রাকেশ সিং-কে ১ লা মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত | পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাকেশ সিংয়ের দুই ছেলে সাহেব ও শুভমের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয়েছে | তাঁদের তদন্তকারী আধিকারিকের কাছে প্রতিদিন হাজিরা দিতে হবে | অন্যদিকে রাকেশকে সিংকে আজ আলিপুর বিশেষ আদালতে পেশ করার সময়ে ধুন্ধুমার বাঁধে | বিজেপি নেতা রাকেশ সিংহকে ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি | পুলিশের বিরুদ্ধে ‘দাদাগিরি’ করার অভিযোগ তুলেছেন ধৃত বিজেপি নেতা | পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি | বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি | অন্যদিকে পুলিশের দাবি,পামেলা গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য উঠে এসেছে লালবাজারের গোয়েন্দাদের হাতে | কলকাতা পুলিশের দাবি, পামেলা গোস্বামী জেরায় জানিয়েছেন, রাকেশ সিং তাঁকে মাদক দ্রব্য সরবরাহ করতেন | এ ক্ষেত্রে তাঁদের মধ্যস্থতা করত দুই লিঙ্কম্যান | তারা রাকেশ সিংয়ের থেকে মাদক দ্রব্য পামেলার কাছে পৌঁছে দিত বলে অভিযোগ | ওই দুই ব্যক্তির খোঁজ করছেন আধিকারিকরা | কিন্তু রাকেশ সিং কোথা থেকে মাদক দ্রব্য পেতেন? তারই সূত্র খুঁজছেন গোয়েন্দারা | এখন তারই উত্তর খুঁজবেন তদন্তকারী অফিসাররা |