Breaking News

কলকাতায় ডেঙ্গুতে মৃত্যু, জোড়াবাগানের বাসিন্দা মৃত যুবক !রাজ্যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় ডেঙ্গুতে মৃত্যু হল এক যুবকের। জোড়াবাগান থানা এলাকার বাসিন্দা ওই যুবক। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।এই মরশুমে শহর কলকাতায় এটাই প্রথম ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হল ডেঙ্গুতে।মৃতের নাম বিট্টু সিংহ। বয়স ৩৬ বছর। জোড়াবাগান এলাকার বাসিন্দা। গতকাল জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডেথ সার্টিফিকেট ডেঙ্গু জ্বরের উল্লেখ রয়েছে। বিধাননগরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয় ডেঙ্গুতে। তাঁর মৃত্যুর শংসাপত্রেও লেখা ছিল ডেঙ্গিতে মৃত্যুর কথা। বিধাননগরের ৪ নম্বর ওয়ার্ডে শরৎপল্লীর বাসিন্দা ছেলেন শিবানী দাস (৬৯)। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় বাগুইহাটির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। শনিবারে সেখানেই তাঁর মৃত্যু হয়।গত কয়েকদিন ধরেই ডেঙ্গু আতঙ্ক বাড়াচ্ছে ইসলামপুরে। মঙ্গলবার সকালে সেখানে মৃত্যু হয় রাহুল শেখ নামের বছর ৩০ এর এক যুবকের। ইসলামপুরের নেতাজি পার্ক, নসিয়ত পাড়ায় ডেঙ্গি ভয়াবহ রূপ নিয়েছে। ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন মানুষ। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে জরুরি বিভাগে জ্বরে আক্রান্ত রোগীদের লম্বা লাইন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইসলামপুরে। মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। মঙ্গলবার সকালে রাহুল শেখের মৃত্যুর পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শহর কলকাতায় এবার ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। তবে জোড়াবাগানের যুবকের মৃত্যু নতুন করে ভাবাচ্ছে পুর প্রশাসনকে।উল্লেখ্য, কলকাতায় ডেঙ্গু আক্রান্ত সাড়ে সাত হাজার। ফিভার ক্লিনিকে টেস্ট করে রিপোর্ট তাঁদের পজিটিভ হয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ১৫ হাজার পার করেছে। তবে রাজ্য স্বাস্থ্যদপ্তর এবং পুরসভার বক্তব্য, এবার ডেঙ্গুর প্রকোপ গতবারের তুলনায় অনেক কম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *