প্রসেনজিৎ ধর, কলকাতা :-আরজি কর কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে ‘জনতার চার্জশিট’। মেডিক্যাল কলেজগুলিতে ‘দ্রোহের গ্যালারি’।
অভয়া কাণ্ডের তিনমাস হয়ে গিয়েছে। বিচারপ্রক্রিয়া চলছে। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে। ১১ নভেম্বর থেকে শিয়ালদহ আদালতে শুরু হবে বিচারের প্রক্রিয়া। এই পরিস্থিতি শনিবার, তিনমাসের মাথায় ফের রাজপথে আন্দোলনে নামল জুনিয়র চিকিৎসকদের সংগঠন। শনিবার একদিকে এসএসকেএমে গণ কনভেনশনের ডাক দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে, ‘দ্রোহের গ্যালারি’ সাজিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। আর একযোগে কলকাতার পথে মিছিলে নেমেছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জয়েন্ট ডক্টরস প্ল্যাটফর্ম এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টরস ফোরাম। শামিল নাগরিক সমাজেও। অভয়ার সুবিচারের দাবিতে গত কয়েক মাস ধরে কলকাতার রাজপথ সাক্ষী ছিল আন্দোলনের। উৎসবের মরশুমেও তা চলেছে। ঘটনার তিনমাসের মাথায় ফের তা পথে প্রতিবাদে নামলেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার প্রতিবাদী সমস্ত ছবি দিয়ে আর জি কর এবং এসএসকেএমের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে সাজানো হয়েছে ‘দ্রোহের গ্যালারি’। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আবেদন, বিভিন্ন মেডিক্যাল কলেজে এমন গ্যালারি হোক।