প্রসেনজিৎ ধর,কলকাতা :- কলকাতায় ফের দুর্ঘটনা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা পুলকারের। ঘটনায় জখম এক পড়ুয়া-সহ দু’জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ধাপা রোডে। আহত চালক ও পড়ুয়ার নাম রাজু দাস (২২) এবং অঙ্কিতা পাল (১৫)।জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ইএম বাইপাস লাগোয়া ধাপা রোডের পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে একটি পুলকার। তাতেই আহত হয় এক নাবালিকা পড়ুয়া, পুলকারের চালক-সহ তিন। আহত চালক রাজু দাস ও পড়ুয়া অঙ্কিতা পালকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিশ্চিন্তের বিষয়, কারও আঘাত তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। গাড়িচালক জানান, আচমকা স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দেয়। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গিয়ে ধাক্কা মারে। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। দু’জনের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হয়।মঙ্গলবার সল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার। মায়ের স্কুটি করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। হাসপাতালে ভর্তি করার পর ওইদিনই মৃত্যু হয় তার। দুটি বাসের রেষারেষিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ সাহায্য করেনি বলে অভিযোগ তোলে পরিবার। তাই পড়ুয়ার দেহ রেখে বিক্ষোভও চলে বেশ কিছুক্ষণ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা কলকাতায়।
Hindustan TV Bangla Bengali News Portal