দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্টেশনে আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। কখনও অফিস টাইম, কখনও ফিরতি সময়ে আত্মহত্যার ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। তাই এবার আত্মহত্যার ঘটনা কমাতে অভিনব উদ্যোগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। গিরীশ পার্ক, কালীঘাট-সহ বেশ কয়েকটি মেট্রো স্টেশনে লাগানো হল বিশেষ ফ্লেক্স। যেখানে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে বিভিন্ন বার্তা দেওয়া থাকবে। কোনটিতে লেখা, ‘জীবন একটা যাত্রা। আগেভাগে জীবন শেষ করে দেবেন না।’ কোনও ফ্লেক্সে আবার মনে করিয়ে দেওয়া হয়েছে, পরিবার অপেক্ষায় রয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে ভুল সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে চোখে পড়ে এই ফ্লেক্স। কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ পথে পর পর আত্মহত্যার ঘটনায় নাকানি-চোবানি খেয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেই কারণে ক’দিন আগেই কালীঘাট স্টেশনের প্ল্যাটফর্মে গার্ডরেল বসানো হয়। কিন্তু যে কায়দায় সেই গার্ডরেল বসানো হয়েছে, তাতে আত্মহত্যার ঘটনা আদৌ ঠেকানো যাবে কিনা সে নিয়ে বিতর্ক অব্যহত। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যখন করোনার সময়ে মেট্রো পরিষেবা বন্ধ ছিল, তখন যদি স্টেশনগুলিতে অত্যাধুনিক স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর লাগানোর কাজ করা যেত তাহলে খানিকটা বিপদ থেকে রেহাই পাওয়া যেত। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামার পরই সেই দরজা খোলে। ফলে কারও পক্ষেই সেই নিরাপত্তাবেষ্টনী টপকে লাইনে ঝাঁপ দেওয়া কার্যত অসম্ভব।