প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় পুলিশকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি,শঙ্কর চট্টোপাধ্যায় নামে ওই পুলিশকর্মীকে পিটিয়ে খুন করেছেন তাঁর স্ত্রী ও ছেলে। তাঁদের শাস্তির দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গেছে, শঙ্করবাবু দীর্ঘদিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন এবং হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। চিকিৎসা চলছিল বাঙুর হাসপাতালে। অসুস্থতার কারণে তিনি আপাতত ছুটিতে ছিলেন।শুক্রবার সকালে শঙ্করবাবুর মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রতিবেশীদের অভিযোগ, শঙ্করবাবুকে নিয়মিত তাঁর স্ত্রী এবং ছেলে অত্যাচার করতেন। তাঁদের দাবি, বাড়িতে রীতিমতো মারধর চলত, এমনকি ঠিকমতো খাবারও দেওয়া হত না। এই মারধরের জেরেই শঙ্করবাবুর মৃত্যু হয়েছে বলে সন্দেহ প্রতিবেশীদের।পুলিশ সূত্রে খবর, শঙ্কর চট্টোপাধ্যায়ের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এদিন শঙ্করবাবুর মৃত্যুর খবর এলাকায় ছড়াতেই তাঁরা তদন্তের দাবিতে সরব হন। দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছেন তাঁরা। তবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরোটা স্পষ্ট হবে। তার থেকেই বোঝা যাবে খুন নাকি অসুস্থতার কারণে মৃত্যু। তবে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। মৃত পুলিশকর্মীর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।