দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একাধিক দাবিতে ৯ ডিসেম্বর সোমবার পথে নেমেছে অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন।যার জেরে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা |ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার এই মিছিল করেন তাঁরা। সাইনসিটি মোড় থেকে পরিবহন দফতর পর্যন্ত এই মিছিল হয়। অ্যাপ ক্যাবের ভাড়া বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই তোলা হচ্ছে। তবে এই বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতেই আরও জোরাল দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করল অ্যাপ ক্যাব চালক এবং মালিক সংগঠন। তাঁদের মূলত পাঁচটি দাবি।
তাঁদের দাবিগুলো হল
ওলা উবেরের ভাড়া বৃদ্ধি করতে হবে৷
মা ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে গেলে ফাইন করার নির্দেশিকা তুলে নিতে হবে।
ওলা, উবেরের সঙ্গে সংযুক্ত যেসব বাইকগুলি সাদা নাম্বর প্লেট নিয়ে এখনও যাত্রী পরিষেবা দিচ্ছে, তাঁদের আইডিগুলোকে ব্লক করতে হবে।
অ্যাপ চালকদের বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে|
স্টেশন চত্বরেও দালাল বাজি বন্ধ করতে হবে। স্টেশনে গাড়ি রাখলে ফাইন করা বন্ধ করতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal