Breaking News

মেট্রোর কাজের জন্য শনিবার থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে কমছে মেট্রো, জেনে নিন নতুন সময়সূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শনিবার, ১৬ ডিসেম্বর থেকে হাওড়া থেকে মেট্রো পরিষেবায় পরিবর্তন আসতে চলেছে। বর্তমানে, হাওড়া ময়দান থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত মোট ১৫০টি মেট্রো চলে, কিন্তু নতুন এই ঘোষণার ফলে মেট্রোর সংখ্যা ৩৬টি কমে যাবে। আগামী শনিবার থেকেই এই পরিবর্তন কার্যকর হবে এবং আপ-ডাউন মিলিয়ে ১১৪টি মেট্রো পরিষেবা চলবে। মূলত এসপ্ল্যানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে কাজের জন্যই এই সিদ্ধান্ত। মেট্রোর তরফে প্রেস বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে।মূলত কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এই অংশের নির্মাণ কাজ করছে। বেশ কিছুদিন আগে ওই অংশের কাজের জন্য মেট্রো পরিষেবায় বেশ কিছু রদবদল করা হয়েছিল। বৃহস্পতিবার আবারও মেট্রোর তরফে জানানো হয়েছে, কাজের জন্যেই আগামী শনিবার থেকে ফের সূচি বদলানো হচ্ছে। তবে রবিবার পরিষেবা আগের মতোই থাকবে।এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে রয়েছে একটি পূর্বমুখী এবং অন্যটি পশ্চিমমুখী সুড়ঙ্গ। তবে কাজের জন্য একটি সুড়ঙ্গে মেট্রো আংশিক পথে চলাচল করছিল। মূলত সেটি চলছিল হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত। তবে অন্য সুড়ঙ্গ পথে মেট্রো পরিষেবা পুরো পথে চলছিল। মূলত হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে পরিষেবা কমানো হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে মহাকরণগামী প্রথম মেট্রো সকাল ৯টা ৮মিনিটে ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৫৮মিনিটে। অন্যদিকে, মহাকরণ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৯টা ২০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৮টা ৮ মিনিটে পাওয়া যাবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, অফিস টাইমে সকাল ৯ টা ১১ টা এবং সন্ধ্যে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে। অন্য সময়ে ২৪ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *