Breaking News

বাম আমলে ২০০৯-তে প্রাথমিকে চাকরি পাওয়া সব শিক্ষকের কার্ড খতিয়ে দেখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বাম আমলের প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। ২০০৯ সালে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়া শিক্ষকদের ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ কার্ড যাচাই করার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষা দপ্তরের কমিশনারকে জমা দিতে হবে রিপোর্ট। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ দিয়েছেন, ওইসব কার্ড যাচাই করে আগামী ২৭ জানুয়ারি শিক্ষ দফতরের কমিশনারকে রিপোর্ট দিতে হবে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে।বাম আমলে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ কার্ড ব্যবহার করে প্রাথমিক অনেকে চাকরি পান। অভিযোগ, অনেকে ভুয়ো কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন। এক্সচেঞ্জ কার্ড জালিয়াতিতে সিআইডি তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। তদন্তের পর ২৬ জনের চাকরি বাতিল হয়। উত্তর ২৪ পরগনার ২৬ জনের চাকরি বাতিল হতেই প্রশ্ন ওঠে বাকি জেলাতেও এই জালিয়াতি হয়ে থাকতে পারে। এদিন বিচারপতি এই মামলার শুনানিতে ২২টি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ার সব কার্ড যাচাই করার নির্দেশ দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *