দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা ১৮ জানুয়ারি। ওই দিন রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলার বিচারপ্রক্রিয়া শেষ। ১৮ জানুয়ারি দুপুর ২.৩০টে নাগাদ রায় ঘোষণা হবে। আর জি করের ঘটনার পাঁচ মাসের মাথায় রায় ঘোষণা হতে চলেছে |৬০ দিনের মাথায় শিয়ালদহ আদালতে বিচারপর্ব শেষ হয়েছে। আগামী ১৮ জানুয়ারি বেলা আড়াইটেয় এই মামলায় রায় ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক। সঞ্জয়কেই কি দোষী সাব্যস্ত করবে আদালত? যদি তাই হয় সেক্ষেত্রে কী সাজা ঘোষণা করা হবে, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। যদিও আর জি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কারও একার পক্ষে ঘটানো সম্ভব নয় বলেই বারবার দাবি করেছে বিভিন্ন মহল। অভিযোগ করা হয়েছে, এর নেপথ্যে হাসপাতালেরই কেউ জড়িত। ফলে শুধুমাত্র সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও এই রায় আমজনতা কীভাবে গ্রহণ করবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে সওয়াল করেন। পাশাপাশি, CBI-এর আইনজীবী সওয়াল করতে ওঠেন। সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়ার কথা বলেন তিনি। এর আগে, রাজ্য সরকারও ফাঁসির পক্ষেই সওয়াল করে। CBI-ও সঞ্জয়ের মৃত্যুদণ্ডের পক্ষেই সওয়াল করল আদালতে।এদিন রুদ্ধদ্বার কক্ষে শুনানি চলছিল। সেখানেই বিচারক রায় ঘোষণার কথা জানান। আজ আদালতে উপস্থিত ছিল ধৃত সঞ্জয়ও। কলকাতা পুলিশের গাড়িতে চাপিয়ে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হবে তাকে। আর জি করের ঘটনায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল CBI. একাধিক তথ্য পেশ করা হয় আদালতে। সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করা হয়। এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেন CBI-এর আইনজীবী।