Breaking News

চলন্ত মেট্রোয় যুবতীর শ্লীলতাহানি করার অভিযোগ! হাতে ‘আইন’ তুলে নিল জনতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভিড়ে ঠাসা মেট্রোতে এক যুবক শ্লীলতাহানি করার চেষ্টা করল এক যুবতীর,এমনই অভিযোগ উঠল কলকাতা মেট্রোয়। অভিযোগ, বৃহস্পতিবার অফিস টাইমে ভিড়ের সুযোগ নিয়ে এই শ্লীলতাহানি করতে গিয়েছিল ওই যুবক। দমদম থেকে তখন কবি সুভাষ ছুটে চলেছে কলকাতা মেট্রো। কিন্তু শোভাবাজার সুতানটি এবং শ্যামবাজারের মাঝে এই শ্লীলতাহানির ঘটনাটি ঘটে বলে অভিযোগ। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শ্যামবাজার ও শোভাবাজার সুতানুটির মাঝের ঘটনা। মহিলার অভিযোগ, ওই যুবক ভিড়ের সুযোগ নিয়ে আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন। প্রায় প্রত্যেকে প্রতিবাদ করতে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় তাঁকে। ওই যুবতীর অভিযোগ, মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে যুবক আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন। তিনি শাড়ি পরে ছিলেন। সেটারই সুযোগ নেয় ওই যুবক। আর ধরা পড়তেই সে বলতে থাকে, ‘‌হাত তো আমার ব্যাগের উপর ছিল। আপনার পেটে হাত দিতে চাইনি। লেগে গিয়েছে।’‌যদিও সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল ওই অভিযুক্ত যুবক। শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে সহযাত্রীদের একাংশ অভিযুক্ত যুবককে মারধর করেন। পরে তাকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।এই ঘটনা প্রকাশ্যে আসতেই কলকাতা মেট্রোয় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও এদিন দুপুর পর্যন্ত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে কোথাও কোনও ঘটনা ঘটলেই এখন জনতার একাংশের মধ্যে যেভাবে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে সেটা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *