নিজস্ব সংবাদদাতা , কলকাতা :-পাঁচটি হাসপাতাল ঘুরে ছয় নম্বর হাসপাতালে গিয়েও বেড মিলল না পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়া এক ব্যক্তির। এমনই বেনজির ঘটনার সাক্ষী থাকল খাস কলকাতা। এসএসকেএম হাসপাতালে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পরিবারের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন অবিনাশ মাঝি। তারপর তাঁকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বেড না পাওয়ার ফলে পাঁচটা হাসপাতাল ঘুরে তাঁকে শেষমেশ নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সেখানেও ট্রমা কেয়ারে অবিনাশের চিকিৎসা চলছে সেখানেও মেলেনি বেড। মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ পথ দুর্ঘটনার শিকার হন অবিনাশ। তাঁর বাইকে পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। তারপর থেকেই বিভিন্ন হাসপাতাল ঘুরেও একটা বেড পাননি অবিনাশ। এমনই অভিযোগ। পরিবারের তরফে জানানো হয়েছে, ঘটনার প্রায় ১২ ঘণ্টা পার হয়ে গেলে ঠিকমতো চিকিৎসাই শুরু হয়নি রোগীর। অবিনাশের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। অবিনাশ পেশায় একজন খাবার ডেলিভারি বয়। তাঁর আর্থিক সমস্যা রয়েছে। এই অবস্থায় তাঁর চিকিৎসার খরচ কীভাবে সামলানো যাবে, তা নিয়েই ভাবছে পরিবার। চিকিৎসকদের অনুমান, বেশি দেরি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত পা হারাতে পারেন ওই যুবক। অবিনাশকে এসএসকেএম হাসপাতালে একটি ট্রলির উপর রেখে চিকিৎসা করা হয় বলে দাবি করেছে পরিবারের | কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু হলেও রোগী ভর্তিতে দুর্ভোগ অব্যাহত। এই ঘটনাতেও প্রশ্ন উঠেছে এই রেফারেল ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে।
Hindustan TV Bangla Bengali News Portal