প্রসেনজিৎ ধর, কলকাতা :- সপ্তাহান্তে টানা ২১ ঘন্টা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় পাইপ লাইনে মেরামতির কাজ চলায় জল বন্ধ তাকবে বলে জানানো হয়েছে। ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হবেন গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষ। কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে যে, শনিবার সকাল ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত কলকাতা পুর এলাকার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, পুরনিগমের ৮,৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, এবং ১৬ নম্বর বরোয় সম্পূর্ণ ভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া এর আংশিক প্রভাব পড়তে পারে ১২ নম্বর বরোয়। গত বছর ডিসেম্বর মাসে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল টালা পাম্পিং স্টেশন। যার ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এ বার অবশ্য শহরে সীমিত অংশেই পানীয় জল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal