প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঙ্গলবার সফল ট্রায়াল হল মেট্রো রেকের। বৌবাজার পেরিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল হল রেক ট্রায়াল। জানা গেছে, মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করেছে মেট্রো রেকটি। এর আগে ট্রলি ট্রায়াল হয়েছিল। আজ হল পুরোদস্তুর রেক ট্রায়াল। আপাতত আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলতে থাকবে। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সি আর এস ইনসপেকশন। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিললেই খুব শিগগির-ই চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। এমনটাই খবর মেট্রো সূত্রে।যাত্রাপথে সবচেয়ে বেশি চিন্তা ছিল বউবাজারকে নিয়েই। জানা গেছে, এদিন বউবাজারের নিচ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধিরেই রেকটি চালানো হয় বলে খবর। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, এটা চূড়ান্ত ট্রায়াল রান না হলেও, অন্তত মেট্রো চলাচলের জন্য ভূগর্ভ তৈরি, সেটা এদিন নিশ্চিত হওয়া গেছে। বউবাজারে মেট্রোর কাজের জন্য বারবার বিপর্যয়ের কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়নি। শেষমেশ সেই দুশ্চিন্তা অনেকটাই কাটল।কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এদিনের ট্রায়াল রানে উপস্থিত ছিলেন।
ট্রায়াল রানের জন্য সোমবার রাতেই একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে শিয়ালদহে নিয়ে যাওয়া হয়। আগেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজও সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো এদিন সকাল এগারোটার পর এই ট্রায়াল রান শুরু হয়। ধীরে ধীরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড-এর দিকে এগোতে থাকে ট্রেনটি। এর আগে ট্রলি ট্রায়াল হয়েছিল। মঙ্গলবার সকালে হল রেক ট্রায়াল। আপাতত আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলতে থাকবে। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সি আর এস ইনসপেকশনের পরেই চূড়ান্ত ছাড়প্ত্র দেওয়া হতে পারে। মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড।
Hindustan TV Bangla Bengali News Portal