প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাই কোর্টে ধাক্কা বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের বুক স্টলের আর্জি খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রতি বছর কলকাতা বইমেলায় স্টল দেয় আরএসএসের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠন ও মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বই পাওয়া যায় তাদের স্টলে। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। সেখানে স্টল দিতে চেয়ে এবারও আবেদন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ।তবে সেই আবেদন খারিজ করে দেয় বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলারর্স গিল্ড।এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে শুনানিতে বিচারপতি গিল্ডের কাছে জানতে চান, প্রতি বছর বিশ্ব হিন্দু পরিষদকে স্টল তৈরির অনুমতি দেওয়া হলেও এবার কেন তাদের আবেদন খারিজ করা হল? জবাবে গিল্ডের তরফে জানানো হয়, বিশ্ব হিন্দু পরিষদের স্টলে বিক্রি হওয়া বিভিন্ন বইয়ের বিষয় নিয়ে তাদের আপত্তি রয়েছে। বইগুলি অত্যন্ত বিতর্কিত।’ শুক্রবার এই মামলার রায় পড়ে শোনান বিচারপতি সিনহা। সেখানে গিল্ডের সিদ্ধান্তকে সমর্থন করে বিশ্ব হিন্দু পরিষদ বইমেলায় স্টল দিতে পারবে না বলে জানিয়েছেন তিনি|যুক্তি হিসাবে গিল্ডের তরফে উল্লেখ করা হয়, “বিশ্ব হিন্দু পরিষদের বই যথেষ্ট বিতর্কিত এবং স্পর্শকাতর। গিল্ড কর্তৃপক্ষ বইমেলায় কোনও বিতর্ক চায় না।”
Hindustan TV Bangla Bengali News Portal