Breaking News

সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা সিবিআইয়ের! কবে শুনানি? দিনক্ষণ জানিয়ে দিল হাইকোর্ট

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। আগামী সোমবার শুনানির সম্ভাবনা।উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শিয়ালদহ আদালতে আরজি কর মামলায় চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান বিচারক অনির্বাণ দাস। এদিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমনা দিতে হবে সঞ্জয় রায়কে। এর আগে গত শনিবার আদালতের তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ (ধর্ষণ), ৬৪ (ধর্ষণের সময় এমন ভাবে আঘাত করা, যাতে মৃত্যু হয়), ১০৩ (১) নং (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই আবহে সঞ্জয়কে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারার আওতায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা, ৬৬ ধারায় আওতায় আমৃত্যু কারাদণ্ড এবং ১০৩ (১) ধারার আওতায় সশ্রম যাবজ্জীবনের সাজা ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। এদিকে বিচারক নির্দেশ দেন, নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রকে। বিচারক বললেন, এই মামলা বিরলের থেকে বিরলতম নয়।এরপরই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেইসময় হাইকোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? বিচারপতি দেবাংশু বসাকও প্রশ্ন করেন, আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা কারা মামলা করতে পারেন? তাতে রাজ্যের আইনজীবী জানান, এক্ষেত্রে পরিবার, রাজ্য, সিবিআই এবং অভিযুক্ত, চার পক্ষই মামলা করতে পারে। সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে।এবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে আদালতে সিবিআই। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। তিনি অনুমতি দেন মামলা দায়েরর। সম্ভবত আগামী সোমবার এই মামলার শুনানি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *