Breaking News

স্পেশাল মেট্রো চলবে বইমেলার জন্য!রবিবারও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে ছুটবে মেট্রো,কতক্ষণ চালু?রইল টাইমটেবিল

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বইমেলার জন্য বাড়তি পরিষেবা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে। আগামী ২৮ জানুয়ারি থেকে কলকাতা বইমেলা শুরু হচ্ছে। চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর সেইসময় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ (গ্রিন লাইন-১) পর্যন্ত অংশে বাড়তি পরিষেবা মিলবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়তি মেট্রো চালানো হবে। আর রবিবারও মিলবে পরিষেবা। দুপুর থেকে পরিষেবা মেট্রো চালু হবে। চলবে রাত পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বইপ্রেমীদের স্বার্থে বইমেলার কয়েকদিন বাড়তি পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কাজটা বরাবর করা হয়। কারণ এখন বইমেলা হয় সল্টলেক সেন্ট্রাল পার্কে। বইমেলা উপলক্ষে রবিবারও শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে মেট্রো। ২ এবং ৯ ফেব্রুয়ারি, এই দুই রবিবার এই রুটে মেট্রো চলাচল করবে। ফলে জেলা বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেলামুখী জনতার সুবিধা হবে।বইমেলার কয়েকদিন সোমবার থেকে শনিবার পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে ১২২টি মেট্রো চালানো হবে। এমনিতে ওই লাইনে ১০৬টি মেট্রো চালানো হয়। বইমেলার জন্য ১৬টি মেট্রো বাড়ানো হয়েছে। আর সাধারণত বিকেল ৪ টে ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হয়। বইমেলার সময় দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।রবিবার (২ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি) ইস্ট-ওয়েস্ট করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ৭৪টি মেট্রো চালানো হবে। ৩৭টি মেট্রো চলবে সল্টলেক সেক্টর ফাইভের দিকে। আর শিয়ালদার দিকে যাবে ৩৭টি মেট্রো। ১২ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে (দুপুর ২ টো ৫ মিনিট থেকে রাত ৯ টা ১৫ মিনিট)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *