প্রসেনজিৎ ধর, কলকাতা:- রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্ক্যানারে এবার জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। তাঁর ব্যাপারে একাধিক তথ্য জানতে চেয়ে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়েছে। পিজিটি হিসেবে কত টাকা স্টাইপেন্ড পেতেন কিঞ্জল, এই ধরনের তথ্য জানতে চাওয়া হয়েছে। এর আগে অন্য এক জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়াকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সেই তালিকায় কিঞ্জল।পিজিটিরা তুলনামূলক কম ছুটি পান। সেক্ষেত্রে সরকারি হাসপাতালের দায়িত্ব সামলে কীভাবে বিজ্ঞাপন ও সিনেমায় শুটিং করার সুযোগ পেলেন, সে বিষয়টি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্ক্যানারে। এই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ওই চিঠি নবান্ন এবং স্বাস্থ্যসচিবকেও পাঠানো হয়েছে।ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, “পিজিটি হিসাবে কিঞ্জলের আদৌ ৮০ শতাংশ উপস্থিতি আছে? কতদিন ছুটি নিয়েছেন? পিজিটি হিসাবে কত স্টাইপেন্ড তুলেছেন? বিজ্ঞাপন, সিনেমায় অভিনয় করেন কিঞ্জল নন্দ। সেক্ষেত্রে কীভাবে কাজ সামলে শুটিং করলেন? শুটিংয়ের জন্য এনওসি নিয়েছিলেন?” এই সংক্রান্ত প্রশ্নের তথ্য আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে জানাতে হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার ডাঃ মানস চক্রবর্তী বলেন, “পিজিটিদের নিয়মমতো ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। তাই কীভাবে শুটিংয়ের সময় পেলেন তা জানতে চাওয়া হয়েছে।” যদিও এই চিঠির বিষয়ে কিছু জানা নেই বলেই দাবি করেন কিঞ্জল নন্দ। তিনি বলেন, “চিঠির বিষয়ে এখনও কিছু জানি না। জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”
Hindustan TV Bangla Bengali News Portal