Breaking News

‘কলকাতা বইমেলা দেশের সেরা’, উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী!বইমেলায় নিজের ৩ বই প্রকাশ মমতার

প্রসেনজিৎ ধর, কলকাতা :-৪৮ তম আর্ন্তজাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হল আজ, মঙ্গলবার। বইমেলার উদ্বোধন করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বইমেলার এই বছরের থিম দেশ জার্মানি। বইমেলায় বিখ‍্যাত লেখক আবুল বাশারকে ‘লাইফ টাইম অ‍্যাচিভমেন্ট অ‍্যাওয়ার্ড’ দিব গিল্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে এই সম্মান তুলে দেন।এদিন নিজের লেখা তিনটি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি বইয়ের নাম লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা।বইমেলার উদ্বোধনে বইমেলাকে বৃক্ষের সঙ্গে তুলনা করেন মমতা। ডিজিটাল অস্বীকার নয়, তবে বই পড়ার উপকারিতার কথা ফের একবার মনে করালেন মুখ‍্যমন্ত্রী। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, ‘‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ। বৃক্ষ অনেক ঘটনার সাক্ষী। কিন্তু সব কথা বলতে পারে না। বই কিন্তু কথা বলে, দেখতে পায়। যতই ডিজিটাল আসুক। যে বাড়িতে বই নেই, সেই বাড়ি কেমন কেমন লাগে। বই আমাদের হৃদয়ের নকশা। বই প্রেরণা আমাদের। বই থেকে সব তথ্য পাই। বই আমাদের ডাউন মেমরি লেনে নিয়ে যায়।’’ এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। তাই স্বাভাবিকভাবেই উদ্বোধনে মমতার কথায় উঠে আসে নেতাজি প্রসঙ্গ। তিনি মনে করিয়ে দেন, জার্মানির সঙ্গে তাঁর এবং দেশ তথা বাংলার যোগসূত্র কতটা গভীর। অনুষ্ঠানে উপস্থিত থাকা জার্মানির একাধিক প্রতিনিধির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই। আর জার্মানির সঙ্গে তো ভারতের তথা বাংলার গভীর যোগসূত্র রয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁর মেয়ে ওখানেই থাকেন, তাঁর সঙ্গে আমরা আলাপও হয়েছে।’ মমতা মনে করান, কীভাবে নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। আর্জেন্টিনার প্রতিনিধিরা উপস্থিত থাকায় ফুটবল প্রসঙ্গও উঠে আসে। মমতা বলেন, তিনি যখন শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনাকে অনুসরণ করছেন। কিন্তু মমতা বলেন, ‘সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।’ সল্টলেক সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুরু হওয়া বইমেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *