দেবরীনা মণ্ডল সাহা:- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে আয়কর হার ও স্ল্যাবে বড় পরিবর্তন এনেছেন, যা মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য স্বস্তির কারণ হতে পারে। নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা বার্ষিক ৮০,০০০ থেকে ১.২০ লক্ষ পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন।
বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, নতুন করকাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনও আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সে ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না|
নির্মলার ঘোষিত আয়কর নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী
০-৪ লাখ টাকা: শূন্য কর
৪-৮ লাখ টাকা: ৫% কর
৮-১২ লাখ টাকা: ১০% কর
১২-১৬ লাখ টাকা: ১৫% কর
১৬-২০ লাখ টাকা: ২০% কর
২০-২৪ লাখ টাকা: ২৫% কর
২৪ লাখ টাকার বেশি: ৩০% কর
আগে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর শূন্য ছিল। ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়করের জন্য ৫ শতাংশ কর দিতে হত। অর্থাৎ ২০ হাজার টাকা কর দিতে হত। ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়েরর জন্য করের হার ছিল ১০ শতাংশ। অর্থাৎ কারও আয় ১০ লক্ষ টাকা হলে কর দিতে হত ২০ হাজার + ৩০ হাজার টাকা অর্থাৎ ৫০ হাজার টাকা। ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা আয়ের উপর করের হার ছিল ১৫ শতাংশ। অর্থাৎ যাঁদের আয় ১২ লক্ষ টাকা ছিল তাঁদের কর দিতে হত আগের ৫০ হাজার টাকা + ৩০ হাজার টাকা। অর্থাৎ ৮০ হাজার টাকা। কিন্তু এবার ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর শূন্য করে দেওয়া হল বাজেটে। অর্থাৎ যাঁদের ১২ লক্ষ টাকা আয় হবে তাঁদের আর ৮০ হাজার টাকা কর দিতে হবে না। সাশ্রয় হবে ৮০ হাজার টাকা।নতুন বাজেটে ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে, যা আগের ৭ লাখ টাকার করমুক্ত সীমার তুলনায় অনেক বেশি। চাকরিজীবীদের জন্য ৭৫,০০০টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকছে, ফলে তাঁদের জন্য করমুক্ত আয়ের সীমা দাঁড়াচ্ছে ১২.৭৫ লাখ টাকা।
এদিন বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন আয়কর আইন আনবে কেন্দ্র। আইনেও ন্যায়সংহিতার মতো ‘ন্যায়ে’র দিকে নজর দেওয়া হবে। আরও সরলীকরণ হবে করকাঠামোর। সহজ ভাষায় লেখা হবে নতুন আয়কর আইন। যাতে করদাতা এবং করগ্রহীতা দুপক্ষেরই সুবিধা হয়। KYC পদ্ধতি সরলীকরণ করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal