Breaking News

নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের!মোবাইল থেকে ওষুধ, কোন কোন জিনিসের দাম কমল, কীসের দাম বাড়ল,বাজেট নিয়ে কী কী বললেন মোদী

প্রসেনজিৎ ধর :-বাজেটে আয়কর ছাড় নিয়ে বিরাট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে তার সঙ্গে জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। সেই অনুযায়ী ওষুধের দাম তো কমবে, তার পাশাপাশি আরও একাধিক জিনিসের দাম হ্রাস পাবে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দামে প্রভাব না পড়লেও একাধিক গুরুত্বপূর্ণ জিনিসের দাম কমছে বাজেট ঘোষণার পর।

এই বাজেটে ক্যানসার সহ দুরারোগ্য ৩৬টি ওষুধের দামে শুল্ক ছাড়ের কথা ঘোষণা করেছে কেন্দ্র। এছাড়া ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। এতএব ওষুধের দাম তো কমছে। একই সঙ্গে আরও একাধিক জিনিস সস্তা হচ্ছে।

এদিন বাজেটের শুরুতেই কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি। এমএসএমই-র ক্ষেত্রেও বিশেষ স্কিমের ঘোষণা করেছেন। বাজেটের প্রস্তার অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে, যা সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় |

বাজেটে কোন কোন জিনিসের দাম কমল

মোবাইল
মোবাইল চার্জার
জীবনদায়ী মিনারেলস
ক্যানসারের ওষুধ
টেলিকম সরঞ্জাম
জুয়েলারি
ইলেকট্রনিক খেলনা
ইভি ব্যাটারি
বরফজাত মাছ
চামড়ার জিনিস
দেশে তৈরি কাপড়

বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ল

স্মার্ট মিটার
বিদেশ থেকে আমদানি করা জুতো
বিদেশি আলো
সোলার সেল
বিদেশ থেকে আনা জলযান
বিদেশি থেকে আনা এলইডি টিভি

আয়কর ছাড় থেকে শুরু করে ওষুধের শুল্কে ছাড়, বিমা থেকে শুরু করে বিমানবন্দর, প্রবীণ নাগরিকদের সুবিধা থেকে নারীশক্তি, যুবসমাজ এই বাজেটে নজর দিয়েছে বলেই বাজেট ঘোষণার পর দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘ভারত বিকাশের দিকে আরও একধাপ এগোল। ১৪০ কোটি ভারতীয়র আশা-আকাঙ্খার বাজেট ছিল এটা। প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ হবে এই বাজেটে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *