প্রসেনজিৎ ধর, কলকাতা :- একের পর এক বহুতল হেলে পড়ছে শহর কলকাতায়। তা নিয়ে আতঙ্ক তো রয়েছেই। এরই মধ্যে আবার বড়বাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি। কোনও রকমে এক মহিলা প্রাণে বাঁচলেও স্থানীয় বাসিন্দারা আশঙ্কিত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে জীর্ণ বাড়িটির কোনও মেরামতি হয়নি। স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মার ক্ষোভ, তাঁর ওয়ার্ডে এ ধরনের বহু জীর্ণ বাড়ি রয়েছে। ওই বাড়ির মালিকেরা কোনও সহযোগিতা করেন না।বুধবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার ৪২ নম্বর ওয়ার্ড, বড়বাজারের নায়ারণ প্রসাদ বাবুলাল লেনে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। বাড়িটি একশো বছর পুরনো বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় কেউ আহত হননি ঠিকই তবে এক মহিলা গুরুতর আহত হতে পারতেন। কারণ চাঙড় ভেঙে পড়ার সময় তিনি বাড়িটির সামনেই ছিলেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাড়িটির যা অবস্থা তাতে এমন ঘটনা অনেক আগে ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না। এলাকায় এমন বাড়ি আরও অনেক আছে তাই যে কোনও সময়েই বড় বিপদ ঘটতে পারে। এদিকে ওয়ার্ডের কাউন্সিলর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জীর্ণ বাড়ির মালিকরা কোনও সহযোগিতা করেন না। ওইসব বাড়িতে অনেকেই ভাড়া থাকেন। টাকা পেলেও বাড়ি মেরামত করেন না মালিকরা।৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ শর্মা বলেন, ‘‘কলকাতা পুরসভার অধিবেশনে এই বিষয়টি বেশ কয়েক বার জানিয়েছি। বাড়ির মালিকেরা ভাড়া নেন, কিন্তু মেরামত করেন না। কোনও কাজের ক্ষেত্রে পুরসভাকে সহযোগিতা করেন না।’’ মহেশ আরও জানিয়েছেন, এর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বিপজ্জনক বাড়ির তালিকা তুলে দিয়েছেন। তিনি এলাকা পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন।গার্ডেন রিচের ঘটনা এখনও কেউ ভোলেননি। তারপর একে একে বাঘাযতীন, ভবানীপুর, ট্যাংরায় বহুতল বিপর্যয় ঘটেছে। সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে কলকাতা পুরসভার দিকে। বেআইনিভাবে জমি ভরাট, অবৈধ নির্মাণ, প্রোমোটার রাজ, সব ধরনের অভিযোগই উঠেছে। ইস্যুগুলি নিয়ে কলকাতা পুরসভার ভিতরে, বাইরে বিক্ষোভও হয়েছে। কিন্তু বহুতল নিয়ে সমস্যা যেন বেড়েই চলেছে। বড়বাজারের ঘটনা তার নবতম সংযোজন।
Hindustan TV Bangla Bengali News Portal