Breaking News

নারকেলডাঙায় অবৈধ বহুতল ভাঙতে পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী ডাকব!জানালেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শহরের বেআইনি নির্মাণ ভাঙার জন্য আগেই কেন্দ্রীয় বাহিনী নামানোর কথা বলেছিল কলকাতা হাইকোর্ট। এবার সে ব্যাপারে আরও একবার সতর্ক করল আদালত। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পুলিশ নির্মাণ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। নারকেল ডাঙার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় এমনই পর্যবেক্ষণ আদালতের।কলকাতা পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আদালতে জানিয়েছে পুরসভা। সোমবার পুলিশ এবং পুরসভাকে বিচারপতি জানিয়েছেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে বাড়িটি ভাঙতে না-পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন তিনি।কলকাতা পুরনিগমের অধীন নারকেল ডাঙা থানা এলাকার একটি পাঁচতলা বাড়ি বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে রিপোর্ট দেয় পুরনিগম। এরপরই বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়। তারপরও সেই নির্মাণ ভাঙা হচ্ছে না বলে অভিযোগ। সেই মামলায় এবার সময় বেঁধে দিলেন বিচারপতি। সোমবার শুনানিতে তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ১০ মার্চ ওই নির্মাণ ভাঙার কাজ সম্পূর্ণ না হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ভাঙা হবে। যেহেতু পুরনিগম নিজেই ওই নির্দেশ দিয়েছে, তাই বাড়িটা ভাঙা হল কি না, সেটা দেখার দায়িত্ব পুরনিগমের বলেই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, পুলিশ কী করছে? পুরনিগমের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে, ‘জবরদখলকারী’দের বের করতে পুলিশ কোনও সাহায্য করছে না। এই সম্পর্কিত কিছু ছবিও দেওয়া হয়েছে আদালতে। পুরনিগমের তরফে পাল্টা দাবি, পুলিশ না নিরাপত্তা দিলে ওই বাড়ি ফাঁকা করে কাজ করতে পারছে না পুরনিগম।বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, পুলিশ কাজ না-করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া ছাড়া আর উপায় নেই। প্রশাসনকে আরও এক মাস সময় দিয়েছেন তিনি। নির্দেশ, ১০ মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করতে হবে। না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবে। ১০ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সম্প্রতি কলকাতার নানা প্রান্ত থেকে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। বাঘাযতীনে চারতলা বাড়ির একাংশ ভেঙে হেলে পড়ার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, শহরের কলোনি এলাকায় অধিকাংশ বাড়িই বেআইনি ভাবে নির্মিত। পূর্বতন সরকারের ঘাড়ে দায় চাপিয়েছিলেন তিনি। তার পরেও একাধিক হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। কিছু বাড়ি ভাঙার প্রক্রিয়াও শুরু করেছে পুরসভা। সেই আবহেই এ বার নারকেলডাঙার বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কথা বললেন বিচারপতি সিংহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *