Breaking News

শুরু মাধ্যমিক, চলবে স্পেশাল বাস,গোলাপ দিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন নগরপাল, জেনে রাখুন জরুরি হেল্পলাইন নম্বর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ থেকে শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসতে চলেছেন ৯,৮৪,৭৫৩ জন। পদ্মপুকুরের একটি স্কুলে আজ সকালে পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কলকাতার নগরপাল। সকলের উদ্দেশে বললেন, ‘অল দ্য বেস্ট।’জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে কয়েক লাখ ছাত্র-ছাত্রী। এই আবহে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্যে চালানো হবে বিশেষ বাস। এরই সঙ্গে চালু করা হল হেল্পলাইন নম্বর।আজ পরীক্ষার্থীদের জন্য বিশেষ সরকারি বাস পরিষেবা চালু থাকবে। শুধু আজকেই নয়, আগামী ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২২ ফেব্রুয়ারিও বিশেষ সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে। ওই বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে। সেখানে অন্যান্য সকলেই চাপতে পারবেন। তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই বাসে অগ্রাধিকার দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইত পারবে পরীক্ষার্থীরা। মাধ্যমিককের জন্যে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম ২৪ ঘণ্টাই কার্যকর থাকবে। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে সেগুলি হল: ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০০৩৯। এছাড়া পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসের ফোন নম্বর ০৩৩-২৩২১৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসের নম্বর ০৩৪-২২৬৬২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসের নম্বর ০৩২-২২২৭৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের নম্বর ০৩৫-৩২৯৯৯৬৭৭ বা ৮২৪০৭৫৬৩৭১। পড়ুয়ারা একে একে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মনোজ ভার্মা। কলকাতা পুলিশের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে জানান। বলেন, ‘পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মাধ্যমিক বোর্ডের কিছু গাইডলাইন আছে। এছাড়াও আমাদের তরফে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেরিঘাট থেকে একাধিক এলাকায় চেকিং হয়েছে। আশা করি সবকিছু ভাল থাকবে। ইন্টারনেটের বিষয়টি নজরে আছে। আমরা ব্যবস্থা করে রেখেছি।’ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ। এদিন জানিয়ে দেন নগরপাল। বলেন, ‘আমরা প্রস্তুত আছি। ট্র্যাফিক থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রস্তুতি নিয়েছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *