Breaking News

এটিএম জালিয়াতি কলকাতায়!কার্ড ব্যবহার করতেই লক্ষাধিক টাকা খোয়ালেন গ্রাহকরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ | প্রতারণার শিকার দুই গ্রাহক। কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিপত্তি | দুজনের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। সার্ভে পার্ক থানায় অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা।শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সার্ভে পার্ক থানা এলাকার কিশোর ভারতী স্টেডিয়ামের কাছের এক এটিএমে। অভিযোগ, ওই এলাকাতেই রয়েছে ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র (এসবিআই) এটিএম। শুক্রবার রাতে বলাই সর্দার নামে এক ব্যক্তি ওই এটিএমে যান টাকা তুলতে। কিন্তু মেশিনে কার্ড আটকে যাওয়ায় টাকা না তুলেই বাড়ি ফিরে যান। তবে বাড়ি ফিরেই মাথায় হাত পড়ে বলাইয়ের। দেখেন দফায় দফায় অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গিয়েছে |পিন দেওয়ার পরেও টাকা বেরচ্ছে না দেখে এটিএমের ভিতরে দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করেন। ফোন তোলেন এক ব্যক্তি। তিনি দুই গ্রাহককে একাধিক নির্দেশ দেন। ফোন কল থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী, মোবাইলের নানান অপশনে ক্লিক করেন তাঁরা। এই ঘটনার ঘণ্টাখানেক পর দুই গ্রাহকের মোবাইলে একের পর এক টাকা তোলার মেসেজ আসতে থাকে। তাঁরা দেখেন অ‍্যাকাউন্ট থেকে উধাও টাকা।প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে সার্ভে পার্ক থানায় অভিযোগ জানান তাঁরা। পুলিশের কাছে প্রতারিত এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তাঁর ২৫ হাজার টাকা গায়েব। অন্যজনের দাবি, তাঁর অ্যাকাউন্ট থেকে লাখখানেক টাকা বেশ কয়েক দফায় সরানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *