প্রসেনজিৎ ধর, কলকাতা :- শহর কলকাতায় শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আজ ইএম বাইপাসের ধারে আরুপোতার একটি গ্যারেজে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা। এই খবর পেতেই ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের তিনটি ইঞ্জিন। তারপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। অগ্নিকাণ্ডের জেরে বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন পর্যন্ত করা হয় গোটা এলাকার। পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক গাড়ি। এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান।যে এলাকায় আগুন লেগেছে সেখানে আশেপাশে জনবসতি রয়েছে। স্বাভাবিকভাবেই তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ইতিমধ্যে গ্যারেজের পাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গ্যারেজে তেল, মোবিল সহ বহু দাহ্য পদার্থ ছিল। তাই আরও বিধ্বংসী অগ্নিকাণ্ডের আশঙ্কা করা হচ্ছিল। তবে তেমন ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। যদিও গ্যারেজের ঠিক কোন জায়গা থেকে আগুন ছড়িয়েছে তা জানতে পারেনি দমকল। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কেও আঁচ করা যায়নি।দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে অগ্নিকাণ্ডের কারণ বোঝা সম্ভব নয়। তবে ভিতরে কেউ আটকে ছিলেন না এটা নিশ্চিত। হতাহতের তাই কোনও খবর নেই। আরুপোতা ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকল সূত্রে খবর, গ্যারেজের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Hindustan TV Bangla Bengali News Portal