প্রসেনজিৎ ধর, কলকাতা :- সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর দমদম। ৭ নম্বর ওয়ার্ডের নলতা স্কুল বাড়ি রোডে দুঃসাহসিক ডাকাতি। এবার দুষ্কৃতীদের টার্গেটে সত্তরোর্ধ্ব বৃদ্ধ দম্পতি। ছুরি দেখিয়ে হাত দিয়ে মুখ চেপে প্রাণনাশের হুমকি দিয়ে বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুঠপাটের অভিযোগ। এই ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।কলকাতায় একের পর এক ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দমদম পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের এক সত্তরোর্ধ্ব দম্পতির ঘরে ঢুকে লুঠপাট চালাল ৭ জনের ডাকাত দল। রোববার রাত ২ টো নাগাদ দোতলা বাড়ির একতলার জানলার গ্রিল ভেঙে ঢুকে পড়ে ডাকাতরা। তারপর সোজা দোতলায় উঠে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে, মুখ চেপে ধরে, খুনের হুমকি দিয়ে তারা লুঠপাট চালায় তারা।ভাড়াটে না থাকার সুযোগ নিয়ে এই দুঃসাহসিক ডাকাতি চালানো হয়। সত্তরোর্ধ্ব দম্পতির ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। ৭৫ বছরের গৃহকর্তা পক্ষাঘাতগ্রস্ত। অভিযোগ, আলমারি ভেঙে সর্বস্ব লুঠ করে ডাকাতরা পালিয়ে যায় বলে অভিযোগ।রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে হেলমেট পরা ডাকাতদের বাড়িতে ঢোকার ছবি। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। দমদম থানার পুলিশ জানিয়েছে ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে, ডাকাতরা হেলমেট পরে থাকায় চিহ্নিত করা যাচ্ছে না। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আরও একবার প্রশ্নের মুখে নিরাপত্তা। দুষ্কৃতীরা পরিচিত নাকি অপরিচিত? ডাকাতির আগে কি রেইকি করেছিল দুষ্কৃতীরা? এই ঘটনাকে কেন্দ্র করে এমনই নানা প্রশ্নের জট।
Hindustan TV Bangla Bengali News Portal