দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতার বড়তলা থানা এলাকার শিশু অপহরণ ও যৌন নিগ্রহের ঘটনায় সাতমাসের একরত্তি শিশুকে তুলে নিয়ে তার উপর অকথ্য যৌন নির্যাতন চালায় ৩৪ বছরের এক যুবক | গত নভেম্বর মাসের সেই পৈশাচিক ঘটনায় অভিযুক্তকে সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) দোষী সাব্যস্ত করা হল। মঙ্গলবার তাকে সাজা শোনাবে আদালত।গত বছরের ৩০ নভেম্বর, বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। আশপাশে কেউ নেই। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি। একই সময় ফুটপাথবাসী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজ শুরু করেন। খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। পরে বোঝা যায়, ফুটপাথে কাঁদতে থাকা শিশুটিকে ওই ফুটপাথবাসী দম্পতিরই সন্তান। একরত্তিকে সঙ্গে সঙ্গে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে এখনও চিকিৎসাধীন। চিকিৎসা করতে গিয়ে চমকে ওঠেন ডাক্তাররা।যদিও দম্পতির পক্ষ থেকে এই অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পর ওই ফুটপাথেই, দম্পতির থাকার জায়গা থেকে মেরেকেটে ১০০ মিটার দূরে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা যায়, অপহরণের পর তার উপর নিদারুণ যৌন নির্যাতন চালানো হয়েছে এবং তারপর ফের ফুটপাথে ফেলে যাওয়া হয়েছে | এই ঘটনায় তদন্তে নামে পুলিশ। একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। জানা যায়, তার নাম – রাজীব ঘোষ। ৩৪ বছরের ওই যুবক ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা। এরপর গত বছরেরই ৪ ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে শিশুটির উপর বিকৃত যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া গিয়েছিল। একরত্তির যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন ছিল! পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়ে বাচ্চার স্বাস্থ্যপরীক্ষা করানো হলে, সেখানেও একই সিদ্ধান্তে উপনীত হন চিকিৎসকরা। সোমবার সেই মামলাতেই রাজীব ঘোষকে দোষী সাব্যস্ত করেছেন কলকাতার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক। আগামিকাল দোষীর সাজা ঘোষণা করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal