প্রসেনজিৎ ধর, হুগলি :- রাতের হাইওয়েতে ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণ খোয়াতে হল তরুণীকে | রবিবার গভীর রাতে দুর্গাপুরের পানাগাড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল সুতন্দ্রা চট্টোপাধ্যায়, বয়স ২৭। হুগলির চুঁচুড়ার বাসিন্দা সুতন্দ্রা এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন |আহত হন গাড়িতে থাকা আরও দুজন। কাঁকসার এক বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় কাঁকসা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। তবে ইভটিজাররা এখনও পলাতক, তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, রবিবার মাঝরাতে একটি ছোট গাড়িতে করে চালক–সহ পাঁচজন চন্দননগর থেকে গয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। বুদবুদে একটি পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকে পানাগড়ের কয়েকজন যুবক ওই ছোট গাড়িতে থাকা যুবতীর উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে এবং পানাগড় পর্যন্ত ধাওয়া করে। রাতের হাইওয়েতে ইভটিজারদের হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেন যুবতী সুতন্দ্রা। পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাঁদের গাড়ি আটকালে ভয়ে চন্দননগরের ওই ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেয়। ছোট গাড়িটি তখনই প্রথমে একটি দোকানে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে বাথরুমে ধাক্কা মেরে ব্যবসায়ীদের পড়ে থাকা লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায়। গাড়িতে থাকা যুবতীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন | কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে সুতন্দ্রাদের গাড়িকে ধাওয়া করছিল কয়েকজন যুবক। প্রত্যেকেই মদ খেয়ে ছিল। সুতন্দ্রাকে লক্ষ্য করে লাগাতার অশ্লীল অঙ্গভঙ্গি, কটূক্তি করছিল তারা। ওই গাড়িটি দু’বার সুতন্দ্রার গাড়িকে ধাক্কাও মারে বলে অভিযোগ।চালক রাজদূত শর্মার অভিযোগ, “প্রথমে আমাদের গাড়ি ধাওয়া করে ওই গাড়িটি। তারপর ম্যাডামকে (সুতন্দ্রা চট্টোপাধ্যায়) উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলতে থাকে। ওই গাড়িতে ছিল প্রায় ৫ জন যুবক। পরে আমাদের গাড়ির পাশে এসে ধাক্কা মারে। তাতে আমাদের গাড়িটি ডিভাইডারে উঠে যায়। তারপর আমরা কাঁকসা থানায় অভিযোগ দায়ের করতে গেলে আমাদের গাড়িতে আবার ধাক্কা মারে। তখন আমাদের গাড়িটি উলটে যায়। ওই গাড়িটি থামিয়ে ওই যুবকরা পালিয়ে যায়। পুলিশ এসে ম্যাডামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় |”
Hindustan TV Bangla Bengali News Portal