প্রসেনজিৎ ধর, কলকাতা :- আর জি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে আবারও পথে চিকিৎসক ও নার্সদের একাধিক সংগঠন। সোমবার চিকিৎসক-নার্সদের সিবিআই দফতর ঘেরাও কর্মসূচি ঘিরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিকেড করে বিক্ষোভকারীদের বাধা পুলিশের। সোমবার বেলায় বিধাননগরের সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিযান চালানো হয়। সিবিআই তদন্ত কোন পথে? ন্যায়বিচার কবে পাওয়া যাবে? সেই প্রশ্ন তুলে আবারও স্লোগান ওঠে। ঘটনা ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।আর জি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। শিয়ালদহ আদালতে দ্রুত বিচার হয়। বিচারক খুন ও ধর্ষণ মামলায় সঞ্জয়কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন। সিবিআই তদন্ত কোন পথে এগলো? ধর্ষণ, খুনের ঘটনায় সঞ্জয় কি একাই ছিল? সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীদের একটা অংশ। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে কেন ব্যর্থ সিবিআই? সেই প্রশ্ন উঠেছে।সোমবার চিকিৎসক-নার্সদের সংগঠন MSC,SDF,NU সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল। এই অভিযান ঘিরে সকাল থেকে তৎপর ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। আগেভাগে বিশাল সংখ্যায় পুলিশও মোতায়েন করা হয়েছিল। সিজিও কমপ্লেক্সের সামনে চিকিৎসক ও নার্সদের জমায়েত পৌঁছোতেই বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই উত্তেজনা আরও বেড়ে যায়। আন্দোলনকারীরা সিজিও-র সামনে পৌঁছোতেই তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আন্দোলনকারীদের প্রশ্ন ,”চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী শুধুই সঞ্জয়?”আন্দোলনকারীদের দাবি, নারকীয় কাণ্ডে আরও অনেকে জড়িত। সেই অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন হাতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal