প্রসেনজিৎ ধর, কলকাতা :-এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে। এবার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন | তাঁর দাবি, টিকিট থাকা সত্ত্বেও তাঁকে দাঁড়িয়ে থেকেই কলকাতা ফিরতে হয়েছে, তাঁকে বসতেই দেওয়া হয়নি | গুরুতর এই অভিযোগ করে এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে তুলোধনা করেছেন তিনি। শান্তনুর অভিযোগ, তাঁর জন্য এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে কলকাতাগামী বিমানের ১৫ডি সিট নম্বর বরাদ্দ করা হয়েছিল। কিন্তু, আরও একজনকে সেই সিট বরাদ্দ করা হয়। এমনকী তাঁকে বসার জায়গা করে দেওয়া হয়নি বিমানে। শান্তনু নিজের ফেসবুক পোস্টে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার এআই০৭৭৪ বিমানে করে মুম্বাই থেকে কলকাতায় যাওয়ার জন্য আমাকে ১৫ নম্বর ডি নম্বর সিটের বৈধ বোর্ডিং পাস দেওয়া হয়েছিল। তবে বিমানে ওঠার পর আমি দেখি অন্যজন সেই সিটে বসে রয়েছেন।’ তাঁর অভিযোগ, আমাকে বোর্ডিং পাস দেওয়া সত্ত্বেও অন্যজনকে এই সিটের টিকিট বিক্রি করা হয়েছে। তাই আমি দাঁড়িয়ে যাচ্ছি।’ তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ‘এটা এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রের ভয়ঙ্কর অবস্থা |
Hindustan TV Bangla Bengali News Portal