দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হল ১৮ শতাংশ। পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিআর বৃদ্ধি পেয়ে হবে ১৮ শতাংশ। এই আবহে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী এপ্রিল মাসে এই মামলা শুনতে পারে শীর্ষ আদালত।আজ, মঙ্গলবার রাজ্যের পক্ষ থেকে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান, কিন্তু তাঁরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন।গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ডিএ ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে ১৪ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ও ২০২৪ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেই বৈষম্য দূর করতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ।অন্যদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি ছিল। যদিও সেই শুনানি পিছিয়ে গেল এদিন। আগামী এপ্রিলে শুনানি হবে বলে জানা গিয়েছে। নতুন বেঞ্চে গিয়েছে ওই মামলা। এর আগে বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল। শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন।ফলে গত তিন মাস ধরে মামলাটি শুনানির জন্য ওঠেনি। এখন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল ওই মামলাটি। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। এখনও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। এই আবহে আবার পিছিয়ে গেল মামলার শুনানি। আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে হতে পারে সেই শুনানি।
Hindustan TV Bangla Bengali News Portal