প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের কলেজগুলিতে আজ দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। রাজ্যের প্রত্যেক কলেজের নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা দফতর কবে পদক্ষেপ করবে? প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। কলেজ নির্বাচন নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানতে চাইল, নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কী? রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন বহু দিন ধরে স্থগিত হয়ে আছে। সেই নিয়ে বিরোধীরা মাঝেমধ্যেই প্রশ্ন তোলেন। দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। সেই দাবিও তোলা হয়। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আদালতে মামলাকারীর অভিযোগ, রাজ্যের অন্য কোনও নির্বাচন বন্ধ হয় না। কিন্তু কলেজের নির্বাচন করতে সমস্যা হয়। ২০১৩ সালের পর কোনও নির্বাচন হয়নি। অথচ পুজো, ফেস্ট ইত্যাদির টাকা গ্রান্ট হয় নিয়মিতভাবে। মামলাকারীর আবেদন, লিন্ডো কমিশন অনুযায়ী নির্বাচন করতে হবে।সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট কবে হবে? এই প্রশ্ন তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা করা হয় বলে অভিযোগ। তা নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর শোরগোল পড়ে যায়। এবার এই ছাত্রভোট নিয়ে কী ভাবনাচিন্তা রয়েছে সেটা নিয়ে এবার হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দফতরের থেকে হলফনামা তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ছাত্রভোট নিয়ে রাজ্যের অবস্থান আগামী দু’সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশ, ছাত্র ভোটের প্রক্রিয়া নিয়ে কী পদক্ষেপ করা হবে সেটা আদালতকে জানাতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal