Breaking News

বাংলা নববর্ষের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা উদ্বোধন করবেন কালীঘাট স্কাইওয়াকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সব ঠিকঠাক চললে বাংলা নববর্ষের আগের সন্ধ্যায় উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াকের। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে আসেন। প্রশাসন সূত্রে খবর, প্রতি বছরের মতো পুজো দিতে ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে আসবেন। ওই দিনই মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন তিনি। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বছরের শেষদিন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হবে। সময় ও সূচি এখনও স্থির হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরে সেসব স্থির করবেন।” এদিকে, শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কালীঘাট স্কাইওয়াক এবং কালীঘাট টেম্পল রোড সাজানোর কাজ।ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানি রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মমতা কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। ২০১৮ সালে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু হয় ২০২১ সালে। তৃতীয় বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাইওয়াক তৈরির নির্দেশ দেন। কাজ শুরু হয় ২০২২ সালের জানুয়ারিতে। নির্মাণকাজ শুরু করে কলকাতা পুরসভা। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দফায় দফায় লকডাউনের জেরে স্কাইওয়াক তৈরির কাজ থমকে গিয়েছিল।১৮ মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও নিকাশি নালা ও পাইপলাইনের সমস্যার কারণেও বিলম্ব ঘটে। কালীঘাট স্কাইওয়াকের নির্মাণে প্রাথমিক বাজেট ছিল ৭৭ কোটি টাকা। তবে কাজের বিলম্বের কারণে খরচ বৃদ্ধি পেয়ে প্রায় ৯০ কোটি টাকায় পৌঁছেছে। দক্ষিণ কলকাতার দর্শনার্থীদের কালীঘাট মন্দিরে যাওয়ার সুবিধার্থে নির্মিত কালীঘাট স্কাইওয়াকের কাজ শেষের পথে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *