দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জাদুঘরে বোমা আছে এই ভিত্তিতে একটি মেইল আসে ভারতীয় জাদুঘরে। জাদুঘরের তল্লাশিতে ঘটনাস্থলে যায় নিউমার্কেট থানার পুলিশ। বেশ খানিকক্ষণ তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে। কোন দর্শককে ঢুকতে দেওয়া হয় না জাদুঘরে। তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গায় তল্লাশি করে নিউমার্কেট থানার পুলিশ। এই জাদুঘর অত্যন্ত প্রাচীন। আর এখানে রয়েছে নানা দুষ্প্রাপ্য নথি থেকে শুরু করে সামগ্রী। এই জাদুঘর এখন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসছে। তাই এই ঘটনাকে ঘিরে আবার বোমাতঙ্ক দেখা দিয়েছে কলকাতা জাদুঘরে। আজ মঙ্গলবার সকালে ইমেলটি নজরে পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায় জাদুঘরের কর্তাদের। দেরি না করে তাঁরা খবর দেয় লালবাজারে। আর তখনই সেখানে পুলিশ এসে তড়িঘড়ি ফাঁকা করে দেয় জাদুঘর। তারপর ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার সকালে একটি হুমকি ইমেল চোখে পড়ে জাদুঘরের কর্তাদের। ভিতরে বোমা রাখা আছে বলে উল্লেখ করা হয় অজ্ঞাতপরিচয় আইডি থেকে। সেখান থেকেই পাঠানো হয়েছে হুমকি ইমেল। তখন জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক বলে মিউজিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর। তার মধ্যে আবার ছিলেন ১০ জন বিদেশি পর্যটক। তাঁদের সকলকে বের করে জাদুঘর খালি করে দেওয়া হয়। সকলকে সুরক্ষার কথা বোঝানো হয়। প্রত্যেকের কাগজপত্রের বৈধতা এবং ব্যাগ চেক পর্যন্ত করা হয় |এই আতঙ্কের অবসান ঘটনাতে ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বম্ব স্কোয়াড এবং স্নিপার ডগ। সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুলিশ। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ কর্তারা। ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তায় এখন প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এই হুমকি ইমেলের নেপথ্যে বড় নাশকতার ছক নেই তো? এই প্রশ্ন এখন ভাবিয়ে তুলেছে কলকাতা পুলিশকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে আইডি থেকে ইমেল এসেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও আছে।
Hindustan TV Bangla Bengali News Portal