দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ চাকরিহারাদের সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চাকরিহারাদের অনেক বড়বড় প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তবে সেই সময়ই বিধানসভার বাইরে এই ইস্যুতে মমতার বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সরাসরি ‘চোর’ আখ্যা দেন শুভেন্দু।এদিকে বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। অসীম সরকারকে দেখা যায় বাজনা বাজাতে। শুভেন্দু স্লোগান তোলেন, ‘গলি গলি শোর হ্যায়…’। সেখানে উপস্থিত বিজেপি বিধায়করা বলতে থাকেন, ‘মমতা চোর হ্যায়’। ‘মমতা চোর’ প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন বিধায়করা।
২০২৬ সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে ১ মাসের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবে বিজেপি। চাকরিহারাদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সিবিআই ওএমআর খুঁজে বার করেছিল বলেই যোগ্যরা নিজেদের যোগ্য বলে দাবি করতে পারছেন।এদিন শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ভালো করেছে। মুখ্যমন্ত্রী তো নিজেকে আইনজীবী বলে দাবি করেন, আমি ওনাকে বলব শুনানির দিন আপনি যোগ্যদের তালিকাটা নিয়ে গিয়ে আদালতকে দিন। বিচারপতিকে বলুন, এদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে বিবেচনা করুন। যদি না করতে পারেন তাহলে ২৩ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে।এরপরই শুভেন্দুাববু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন, ১ মাসের মধ্যে আমরা ওএমআর বার করে যোগ্যর তালিকা সুপ্রিম কোর্টে জমা দেব। আমরা ৮৪ সালের শিখ দাঙ্গায় এতদিন পরে সুবিচার দিতে পেরেছি। এটাতেও পারব।শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ চাকরিহারাদের। রাজ্যের বিরোধী দলনেতার কাছে আইনি সাহায্যের আর্জি জানান তাঁরা। পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু |চাকরিহারাদের উদ্দেশে শুভেন্দু বলেন, “স্বেচ্ছাশ্রম দেবেন না। এরা সিভিক টিচার হবেন না। আপনারা আইনজীবী ঠিক করুন। টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা টাকা দেব। একমাসের বেতন দিয়ে দেব। ১৬ বার শুনানি হয়েছে। যোগ্যদের তালিকা দিলে, এই দৃশ্য দেখতে হত না।” রাজ্যের বিরোধী দলনেতার দাবি, “নেতাজি ইন্ডোরে বেশিরভাগ চাকরিহারা ঢুকতে পারেননি। কারও বক্তব্য শুনতে চাননি মুখ্যমন্ত্রী।” শুভেন্দুর হুঁশিয়ারি, “আগামী ১৫ এপ্রিলের মধ্যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। না করলে আগামী ২১ এপ্রিল পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নের দিকে যাবে। আমাদের ডাকলে পতাকা ছাড়া নবান্নের সামনে যাব। বিক্ষোভ সমাবেশ করব। জেলে যেতে হলে যাব।”
