দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস, পুলিশের জালে সাইবার ক্রাইমের মূল পান্ডা। এর আগে প্রতারণা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সংস্থার ৩ কর্মী। তাদের সল্টলেক সেক্টর ফাইভের কল সেন্টার থেকে গ্রেফতার করেছিল বিধানগর সাইবার পুলিশ। এবার ওই কল সেন্টারের মূল পান্ডা ধরা পড়ল সাইবার পুলিশের জালে। সোমবার রাতে এই অভিযানে চক্রের অন্যতম পাণ্ডা শুভ্রনারায়ণ দাস মণ্ডলকে গ্রেফতার হয়েছে বলেও খবর।ধৃতকে আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হয় | গত মাসের শেষের দিকে এই আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস হয়েছিল। লেকটাউনের একটি বাড়ি থেকে তিন কোটি টাকাও উদ্ধার হয়েছিল বলে খবর।সূত্র মারফত খবর পেয়ে কিছুদিন আগে সল্টলেক সেক্টর ফাইভের একটি কল সেন্টারে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার পুলিশ। সেই সূত্র ধরেই সোমবার রাতে নরেন্দ্রপুর এলাকায় হানা দেন তদন্তকারীরা। সেখানেই একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় চক্রের অপর চারজনকে। সেখান থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর ধৃতরা কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালাচ্ছিল। মূলত সাধারণ মানুষকে ফোন করে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। সাধারণ মানুষ তাদের ফাঁদে পা দিলে বিভিন্নভাবে ধাপে ধাপে টাকা হাতিয়ে নিত।তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল এবং ল্যাপটপ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি কল সেন্টার থেকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
