নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কসবার ডিআই অফিস অভিযানে চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবারই অবশ্য পুলিশ জানিয়েছিল, নিয়ম লঙ্ঘনের জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে বাধ্য হয়েছিল তাঁরা। এমনকী ভিডিও প্রকাশ করে এও দাবি করা হয় যে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আগে পুলিশের ওপর হামলা করেছিল। বৃহস্পতিবার আরও চার-চারটি ভিডিও প্রকাশ করল কলকাতা পুলিশ দাবি করা হল, আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল |পরপর চারটি ক্লিপ। সেখানে একটি ক্লিপে দেখা যাচ্ছে সাদা ইউনিফর্ম পরা এক পুলিশকর্মীকে রীতিমতো ঠেলে দেওয়া হচ্ছে। অপর ক্লিপে দেখা যাচ্ছে দরজা খোলার জন্য ঠেলছে আন্দোলনকারীরা। কার্যত চুপ করে দাঁড়িয়ে আছে পুলিশ। অপর একটি ক্লিপে দেখা যাচ্ছে একজন চিৎকার করে বলছে, পেট্রল নিয়ে আয় জ্বালিয়ে দেব। তারপর ছুটছেন সেই আন্দোলনকারী সহ অন্যান্যরা। অপর একটি ভিডিয়োতে দেখা গিয়েছে পুলিশকে ধরে রীতিমতো টানা হেঁচড়া করা হচ্ছে |সেই সঙ্গেই দুজন আহত পুলিশকর্মীর ছবি পোস্ট করা হয়েছে।একাধিক ভিডিওর ছোট-ছোট ক্লিপ পোস্ট করে কলকাতা পুলিশ। যেখানে আন্দোলনকারীদের পুলিশের উপর চড়াও হতে দেখা গিয়েছে। এমনকী, একটি প্রতিবাদীকে ‘পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও’ বলেও শোনা গিয়েছে। সঙ্গে লেখা হয়, ‘একটি ক্লিপে এক প্রতিবাদকারীকে “পেট্রল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও” বলতে শোনা যাচ্ছে। এই ধরনের অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে, কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বলপ্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয়।’ তারা আরও লেখে, ‘কিছু অসাধু ব্যক্তি গুজব ছড়াচ্ছেন যে, কলকাতা পুলিশের পোস্ট করা ভিডিওগুলি নাকি গতকালের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে শুধুমাত্র উপস্থাপনার স্বার্থে একাধিক ক্লিপ একত্র করে একটি ভিডিও তৈরি করা হয়েছে।’
Hindustan TV Bangla Bengali News Portal