প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজারহাটের বৈদিক ভিলেজের বহুতল আবাসন। সেখানেই এক মহিলাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে ছেলের হাতে খুন হয়েছেন মা। একেবারে মর্মান্তিক ঘটনা। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, ওই যুবক খুন করেছে তার মাকে।ধৃত সৌমিক মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ | যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ধৃত। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বৈদিক ভিলেজের একটি ফ্ল্যাটে এই ভয়াবহ ঘটনা হয়েছে বলে খবর। মৃত মহিলার নাম দেবযানী মজুমদার। বয়স ৫৮ বছর। ঘরের মধ্যেই গলায় ছুরি চালিয়ে তাকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে দেখে গোটা ঘর রক্তে ভেসে গিয়েছে। চেয়ার টেবিলে মেঝেতে রক্তের দাগ। সেখান থেকে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ছেলে তথ্য় প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। কিন্তু তাঁর চাকরি চলে যায়। এরপর থেকে তিনি মানসিক অবসাদে ভুগতেন। চাকরির জন্য় নানা জায়গায় চেষ্টা করতেন। কিন্তু সেভাবে চাকরি পাননি। মাঝে মধ্যেই মায়ের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। কথাকাটিকাটি হত। তবে কি তার জেরেই এবার রাগের মাথায় মাকে খুন করলেন পুত্র? রাজারহাটে বৈদিক ভিলেজের ওই আবাসনে মা দেবযানী মজুমদার এবং ছেলে সৌমিক মজুমদার থাকতেন। শুক্রবার সকালে দেখা যায় ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। পড়ে রয়েছেন বছর আটান্নর দেবযানী। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্ত করা হয় |প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে খুন করা হয়েছে। খুনে ব্যবহৃত ছুরি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় পুলিশ নিহতের ছেলে সৌমিককে গ্রেপ্তার করেছে। পুলিশের অনুমান, ওই যুবক তার মাকে খুন করেছে। যদিও ধৃত এই অভিযোগ অস্বীকার করেছে। তার দাবি, “আমি মারিনি। সকালে উঠে দেখি এরকম অবস্থা।”
