Breaking News

‘আর কারও কপালের সিঁদুর যেন এভাবে মুছে না যায়’,অপারেশন সিঁদুরের পর কান্নায় ভেঙে পড়লেন বিতান অধিকারীর স্ত্রী!পাকিস্তান জঙ্গিশূন্য হলেই বিচার মিলবে বললেন মৃত সমীরের স্ত্রীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা ভারতের ‘অপারেশন সিঁদুর’| গভীর রাতে রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ১৫ দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।বুধবার এই প্রত্যাঘাতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার উপরে পূর্ণ আস্থা আছে৷ আমার স্বামী নিশ্চয়ই যা হয়েছে সব দেখছে৷ আমার সিঁদুর ওরা কেড়ে নিয়েছে, আর কারও সিঁদুর যেন কেড়ে নিতে না পারে৷’এখনই স্বস্তি নয়, জঙ্গিরা সম্পূর্ণ নিকেশ না হওয়া পর্যন্ত ন্যায়বিচার হবে না। ‘অপারেশন সিঁদুর’-এর পর এমনই মন্তব্য করলেন পহেলগাঁও হামলায় নিহত বেহালার সখেরবাজারের সমীর গুহের স্ত্রী শবরী।‘অপারেশন সিঁদুর’-এর খবরে কান্নায় ভেঙে পড়লেন বৈষ্ণবঘাটার বাসিন্দা নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি বলেন, “মোদীকে ধন্যবাদ। উনি যোগ্য জবাব দিয়েছেন।” আরও বলেন,“কিন্তু আর যেন এই ঘটনা না ঘটেছে। কারও সন্তানের সামনে যেন এভাবে জঙ্গিরা কাউকে কেড়ে নিতে না পারে।” কার্যত একই কথা বলেছেন নিহত বেহালার সমীর গুহর স্ত্রী। তিনি বলেন, “আমার স্বামীকে চোখের সামনে মেরে দিল। আমরা তো বেড়াতে গিয়েছিলাম। তবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” পুরুলিয়ার মনীশরঞ্জন মিশ্রর পরিবার বলছে,“এটাতো শুরু হল। আমরা চাই পুরোপুরি জঙ্গিদের নিধন ও এদের যারা সমর্থন করে, আশ্রয় দেয় তাদেরও শেষ করে দেওয়া হোক। ভারতেও প্রচুর পাকিস্তানি ভক্ত আছে, তাদেরও জঙ্গিদের তালিকাভুক্ত করে একই ভাবে শাস্তি দেওয়া হোক।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *