দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৈশাখের প্রবল গরমে নাজেহাল অবস্থা। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। আর এবার ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী |আগামী ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর পরই বন্ধ করা হোক স্কুল। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।তিনি বলেন, “লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। বেসরকারি স্কুলগুলোও যদি ছুটি দিয়ে দেয়। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিল ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকুক।” শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কার্যত কালঘাম ছুটছে ছাত্র-ছাত্রীদের। এই আবহে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,”রাজ্য সরকারের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি শুরু হয়েছে। আমি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও অনুরোধ করব। এই জন্য কোনও লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন থাকবে। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল যেগুলি রয়েছে.. কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তী থেকে যদি করে দেন ভাল হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকে পড়াশোনা করুক।”শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের পরিস্থিতি। রবিবারও একইরকম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তার ফলে কচিকাঁচারা স্কুল যাতায়াতে বেশ কষ্ট পাচ্ছে। সেকথা মাথায় রেখেই সম্ভবত বেসরকারি স্কুলগুলিকে ছুটি দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal