প্রসেনজিৎ ধর , কলকাতা :- ভারত-পাক যুদ্ধের আবহ গোটা দেশজুড়ে। চূড়ান্ত সতর্কতা দেশের বিমানবন্দরগুলিতেও। এই পরিস্থিতিতে এবার কলকাতা বিমানবন্দরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিমানবন্দরের সুরক্ষার দায়িত্বে থাকা CISF-এর সব কর্মীর ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। ভারত “অপারেশন সিঁদুরে”র মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে। তারপরও পাকিস্তান থামেনি। বৃহস্পতিবার রাতেই জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবের একাধিক জায়গায় লাগাতার ড্রোন-মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ভারত প্রতিটি হামলাই আটকে দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে হাই অ্যালার্ট বিমানবন্দরগুলিতেও। ২০টি বিমানবন্দরে নোটাম জারি করা হয়েছে। বাকি একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতেও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।আগাম সতর্কতা হিসেবে একাধিক পদক্ষেপ করছে রাজ্যগুলি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে।এবার কলকাতা বিমানবন্দরে জারি হল হাই অ্যালার্ট। ডিআইজি, সিআইএসএফ, এয়ারপোর্ট অথরিটি ও বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠক করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব থাকা সিআইএসএফ আধিকারিক-সহ বিমানবন্দর কর্মীদেরকে ছুটি বাতিল করা হয়েছে। যারা বর্তমানে ছুটিতে আছেন, তাঁদের জরুরি ভিত্তিতে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বিমানবন্দরে যাত্রীদের নামিয়েই তৎক্ষণাৎ বেরিয়ে যেতে হবে গাড়িকে। প্রবেশ ও বেরনোর গেটের বাইরে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যাবে না চারচাকা, বাইক-সহ কোনও গাড়ি।ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর চত্বর। যাত্রীদের সুরক্ষায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছিল আগেই।
Hindustan TV Bangla Bengali News Portal