দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ডাকাতি হওয়া ২৯ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। গত ৫ তারিখে সম্রাট ঘোষ এবং তার সহকর্মী ২.৬৬ কোটি টাকা নগদ জমা দেওয়ার জন্য ট্যাক্সিতে করে এসবিআই পার্কসার্কাস শাখায় যাচ্ছিলেন। তখন দুই দুষ্কৃতী জোর করে ট্যাক্সিতে উঠে ২.৬৬ কোটি টাকা হাতিয়ে নেয়। এন্টালি থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় মোট ৫জনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানিয়েছে, লুটের ঘটনায় ধৃতেরা হলেন সঞ্জীব দাস ওরফে পচা, মহম্মদ সরফরাজ ওরফে সোনু, রিজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান। ভিন্ন ভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের অফিস থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই কর্মচারী। ব্যাগে ছিল দুই কোটি ৬৬ লক্ষ টাকা। সেই টাকা ব্যাঙ্ক জমা দিতেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, ট্যাক্সি ফিলিপ্স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে ওঠেন। তাঁরা উঠেই ট্যাক্সিটিকে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে যান এবং টাকা লুট করে পালান। এন্টালি থানায় লুটের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার ওই দুই কর্মী থানায় পুরো ঘটনা জানান।হেফাজতে থাকা অভিযুক্ত সঞ্জীব দাসকে জিজ্ঞাসাবাদ করে ২৬ লক্ষ টাকা উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। অন্যদিকে একইদিনে অপর অভিযুক্ত আলমগির খানকে জেরা করে নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বাদবাকি টাকা কোথায় পাচার করেছে অভিযুক্তরা, তার খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal