Breaking News

সংঘাত থামিয়ে যুদ্ধবিরতিতে রাজি হল ভারত ও পাকিস্তান!দু’দেশের সঙ্গে আলোচনার পর দাবি ডোনাল্ড ট্রাম্পের

প্রসেনজিৎ ধর :- যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। শনিবার বিকেল ৫টা থেকেই যুদ্ধবিরতি লাগু | ভারতীয় বিদেশমন্ত্রক সাংবাদিক বৈঠক করে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, শনিবার বিকেল ৫টা থেকেই ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে| ভারতের বিদেশসচিব জানিয়েছেন, এদিন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল বা ডিজিএমও অফ মিলিটারি অপারেশন ভারতের ডিজিএমও-কে হটলাইনে ফোন করেন| তখনই পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেওয়া হয়৷ স্থল, জল এবং আকাশ-কোনও দিক দিয়েই দুই দেশ পরস্পরকে আক্রমণ করবে না বলে সহমত হয় দুই দেশ| সিদ্ধান্ত হয়, বিকেল ৫টা থেকে দুই দেশ সংঘর্ষবিরতি মানবে দুই দেশ| সেই মর্মে দুই দেশের বাহিনীকেই সংঘর্ষবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে|
তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলার পরই ভারত এবং পাকিস্তান এই সিদ্ধান্তে এসেছে| অর্থাৎ তাঁর মধ্যস্থতার কারণেই সংঘাত থেকে বিরত থাকতে চলেছে দুই দেশ| শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে জানান দুই দেশের সঙ্গে কথা হয়েছে আমেরিকার রাষ্ট্রপ্রধান, ৪৩ ঘণ্টা সংঘর্ষবিরতি| বিকেল ৫’টা থেকে উভয় দিক থেকেই বিরত থাকা হচ্ছে| আগামী বৈঠক ১২ মে, ঘোষণা করে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী| শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ‍্যাল মিডিয়ায় এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে জানানন, ‘‘ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ রাতের আলোচনার পর আমেরিকার মধ‍্যস্থতায় ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাত্ক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে| উভয় দেশকে অভিনন্দন|’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *