দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী সোমবার বুদ্ধপূর্ণিমা। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে চলবে কম মেট্রো। তবে প্রান্তিক স্টেশন থেকে প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে নির্দিষ্ট সময়েই। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানায়।অন্যান্য দিনগুলিতে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ২৬২ টি মেট্রো চলাচল করে। তবে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ছুটির দিন হওয়ায় ২৬ টি মেট্রো কম চলবে। সোমবার আপ ও ডাউন লাইনে ১১৮ টি করে, মোট ২৩৬ টি মেট্রো চলবে।
দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হয়নি। সোমবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৬ টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চালু হবে ৬ টা ৫৫ মিনিটে। যাত্রীরা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাবেন রাত সাড়ে ৯ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে রাত ৯ টা ৪০ মিনিটে দমদমের শেষ মেট্রো ছাড়বে। এছাড়া, রাত ১০ টা ৪০ মিনিটে ব্লু লাইনে কবি সুভাষ এবং দমদম থেকে যে স্পেশাল মেট্রো চালানো হয়, তারও কোনও পরিবর্তন হয়নি। সোমবার গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পেল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৮টা ২৭ মিনিটে। মঙ্গলবার থেকে তা ছাড়বে ৭টা ৫৭ মিনিটে। জোকা থেকে প্রথম মেট্রো সাড়ে ৮টার বদলে ছাড়বে সকাল ৮টা থেকে। অন্যদিকে, শেষ মেট্রো মাঝেরহাট স্টেশন থেকে ছাড়ত ৩টে ২৮ মিনিটে। তা এখন থেকে ছাড়বে রাত ৮টায়। জোকার ক্ষেত্রেও একই সময় মেনে শেষ ট্রেন ছাড়ত। তারও পরিবর্তন হবে|
Hindustan TV Bangla Bengali News Portal