Breaking News

তুমুল আতঙ্ক কলকাতা বিমানবন্দরে!মুম্বইগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক,আটক যাত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক| কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক| বোম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে| পুরোপুরি হাই অ্যালার্ট করা হয়েছে | টার্মিনাল জুড়ে চলে তল্লাশি| উড়ান সংস্থা ইন্ডিগো সূত্রে খবর, মুম্বইগামী একটি বিমান স্টপওভারের জন্য কলকাতায় অবতরণ করে ৷ বিমানের এক যাত্রী জানান, তাঁর কাছে বোমা আছে ৷ এরপরই বিমানটিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় ৷ এই ঘটনায় ২৬ বছরের তরুণ ওই যাত্রীকে আটক করা হয় |স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে | এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র আধিকারিক জানিয়েছেন, ইন্ডিগোর একটি মুম্বইগামী বিমান ইম্ফল থেকে রওনা দিয়ে কলকাতায় অবতরণ করে | এখান থেকে যাত্রী নিয়ে মুম্বই যাওয়ার কথা ছিল |সাধারণত কোনও বিমান ট্রানজিটের জন্য অপেক্ষা করার সময় সেটিকে ভালো করে পরিষ্কার করা হয় | তল্লাশি চালানো হয় | এমন সময় এক যাত্রী নিরাপত্তা আধিকারিককে জানান তাঁর কাছে বোমা রয়েছে | ওই যাত্রী ইম্ফল থেকে বিমানে উঠেছিলেন | তাঁর গন্তব্য ছিল মুম্বই | কেন তিনি এই কথা বললেন, তা এখনও স্পষ্ট নয় |
ওই ব্যক্তিকে আটক করে পুলিশ | তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে | বিমানটিকে খালি করে চিরুনি তল্লাশি চালানো হয় | জানা গিয়েছে, বিমানটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি|শেষ পাওয়া খবর অনুযায়ী, ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন তিনি এহেন দাবি করলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। নেপথ্যে বড়সড় কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *