প্রসেনজিৎ ধর, কলকাতা :- ইডির হাতে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সঙ্গে তার সহযোগীদের অ্যাকাউন্টে ৫০ কোটি টাকার লেনদেনের হদিশ তদন্তে। বিশেষ আদালতে এমটাই দাবি ইডির গোয়েন্দাদের। জানা গিয়েছে, নৈহাটি ও রাজারহাট-গোপালপুর এলাকার ভোটার তালিকায় নামও আছে এই আজাদের।মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছিল ‘পাসপোর্ট আজাদ’কে। সেখানে তার বিরুদ্ধে একাধিক নতুন তথ্য দিয়েছেন তদন্তকারীরা। তাদের দাবি, শুধু পাসপোর্টই নয়, জাল ভিসাও তৈরি করেছিল পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা আজাদ মল্লিক। ইউরোপের দেশগুলির ভিসা তৈরি করে দিত আজাদ। এছাড়াও দুবাই, কম্বোডিয়া, মালয়েশিয়ার জন্যও জাল ভিসা বানাত সে। এভাবেই বহু পাকিস্তানি নাগরিককে ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়েছে সে। কোনও জঙ্গিকেও সে নকল পাসপোর্ট-ভিসায় ইউরোপে পাঠিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।আজাদ পাসপোর্ট ও ভিসা তৈরির বিনিময়ে যে টাকা পেতেন সেই টাকা সহযোগীদের নামে তৈরি অ্যাকাউন্টে নগদে জমা পড়েছে বলেই ইডির সন্দেহ। ইতিমধ্যেই ধৃত আজাদের কাছে থেকে ২৬ হাজার অডিও ক্লিপ বাজেয়াপ্ত করা হয়েছে যা ফরেন্সিক করাতে চায় ইডি। আজ মঙ্গলবার বিশেষ আদালতে আজাদের জেল হেফাজতের আবেদন করা হয়েছে ইডির তরফে। জেলে গিয়ে আজাদকে জেরা করতে চায় ইডি।
Hindustan TV Bangla Bengali News Portal