দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হেরিটেজ কাঠামোর সংস্কারে রাশ টানল কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, এবার থেকে হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া আর সংস্কার করা যাবে না। লা মার্টিনিয়ার বয়েজ এবং গার্লস স্কুলে সংস্কার ও নির্মাণ কাজের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই নির্দেশের ফলে কার্যত কলকাতা পুরসভার সিদ্ধান্তেই সিলমোহর পড়ল।কলকাতার লা মার্টিনিয়ার বয়েজ এবং গার্লস স্কুলের কর্তৃপক্ষ ভবনের সংস্কার করতে চেয়েছিলেন। তাতে বাধা দিয়েছিল পুরসভা। তারা জানিয়েছিল, হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া ওই দুই স্কুলের ভবনের সংস্কার করা যাবে না। ওই মর্মে স্কুলকে সংস্কারের কাজ না করার জন্য নোটিস পাঠায় পুরসভা। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান স্কুল কর্তৃপক্ষ। হাই কোর্ট জানায়, স্কুলের সংস্কারকাজের বিরোধিতা করা হচ্ছে না। কিন্তু হেরিটেজ কমিশনের অনুমতি নিতে হবে। বিচারপতি স্কুল কর্তৃপক্ষের আইনজীবীকে বলেন, ‘‘এটা আপনার বাড়ি নয়। সাধারণ স্কুল হলে বুঝতাম। ভুলে যাবেন না, এই স্কুল শহরের হেরিটেজের অঙ্গ।’’ পুরসভার তরফে আইনজীবী জানান, ২০১৭ সালে ওই স্কুল সংস্কারের জন্য হেরিটেজ কমিশনের অনুমতি নিয়েছিল। কিন্তু অনুমতি ছাড়াই কাজ করতে চাইছেন স্কুল কর্তৃপক্ষ।হাইকোর্ট জানায়, এ ব্যাপারে আগামী তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। তারপরেই পরবর্তী নির্দেশ নিয়ে বিবেচনা করবে আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, ওই দু’টি স্কুলের ভবন হেরিটেজ সংরক্ষণের আওতায় পড়ে। তাই হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া সংস্কারের কাজ করতে পারবেন না কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal