প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুলিশের উর্দি চুরি করে তোলাবাজির অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। খাস কলকাতার কসবা এলাকায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত নীরজ সিংকে শুক্রবারই গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ ৬ জুন পর্যন্ত জেলে থাকতে হবে তাকে।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের ১০০ ডায়ালে একটি ফোন আসে। কসবা থানা এলাকার এক বাসিন্দা জানান, কলকাতা পুলিশের উর্দিধারী এক কন্সটেবল মত্ত অবস্থায় অসংলগ্ন কথা বলছেন, একই সঙ্গে স্থানীয়দের কাছ থেকে তোলাবাজি করছেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন আধিকারিকরা। এর পর জানা যায়, ধৃত প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার। নাম নীরজ সিং। প্রগতি ময়দান থানার পুলিশ ব্যারাক থেকে এক কন্সটেবলের উর্দি চুরি করে সেই উর্দি পরে তোলাবাজি করছিল সে। সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা। ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে লালবাজার। তাঁতে জেরা করছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। কী ভাবে পুলিশ ব্যারাক থেকে কন্সটেবলের উর্দি চুরি গেল। আর কেনই বা তা কেউ জানতে পারল তা তদন্ত করে দেখছে পুলিশ।বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সরকার এবং পুলিশকেই দায়ী করেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কথায়, অনেক থানায় খোদ পুলিশের অনুমতিতে সিভিকরা উর্দি পরে ঘোরেন এবং তোলাবাজি করেন। চুরি করার কোনও ব্যাপার থাকে না। বিশেষ করে ভোটের সময় ভোটারদের ভয় দেখানো, কাউন্টিং সেন্টারে দাদাগিরির করার মতো কাজ তারা করেন। সূত্রের খবর, নীরজ নিজে জেরায় স্বীকার করেছেন যে, আগেও তিনি পুলিশের পোশাক পরে দাদাগিরি করেছেন। অন্যদিকে তার সঙ্গী আসিফ সিভিল ড্রেসে পুলিশ পরিচয় দিতেন। গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার।
Hindustan TV Bangla Bengali News Portal